Main Ads

Header ADS

Sience and Technology বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউবের নতুন সমস্যা। সাবধান!


 

অনেকেই গুগলের ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব ব্যবহার করতে পারছেন না বলে টুইট করছেন। ইউটিউবে ঢুকতে গেলে 'Error 500’ দেখাচ্ছে। এটি মূলত ‘ইন্টারনাল সার্ভার এরোর’ বার্তা। বিশ্বের অনেক দেশে থেকেই ইউটিউব  ব্যবহারকারীরা এ সমস্যায় পড়ছেন। এ সমস্যার কারণে ইউটিউবে কোনো কিছু আপলোড করা, লগ ইন করা বা ভিডিও দেখার মতো কোনো কাজই করা যাচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ইউটিউবের সমস্যা নিয়ে অনেকেই টুইট করেছেন বলে ইউটিউব কর্তৃপক্ষ জানতে পেরেছে। তারা বিষয়টি দ্রুত সমাধান করার কথা বলেছে। এ ছাড়া যাঁরা ইউটিউবের সমস্যা সম্পর্কে
জানিয়েছেন তাঁদের ধন্যবাদ দিয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ টুইটে জানিয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে। এটি ঠিক হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যেকোনো অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং আপনাদের এ বিষয়ে জানানো হবে।
ইউটিউবের সমস্যা হতে থাকায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনেকেই #YouTubeDOWN ব্যবহার করে টুইট করেন। টুইটার ইন্ডিয়ার শীর্ষ ট্রেন্ড হিসেবে উঠে এসেছে এ বিষয়টি।
হঠাৎ কী কারণে এ সমস্যা হচ্ছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

No comments

Theme images by cutiebootiele. Powered by Blogger.